Wednesday, June 26, 2019

উদ্যোক্তা হবার জন্য ৭টা স্কিলস খুবই জরুরী - Iqbal Bahar

প্রয়োজনে ভিডিওতে ২বার ক্লিক করুন:

Source: https://www.facebook.com/Iqbalbahar28/

নীচের ভিডিও ২টিও দেখুন প্লিজ:

Friday, June 14, 2019

সফল স্টার্টআপ গড়ার ২০ টি কার্যকরী টিপস।


তরুণ উদ্যোক্তাদের সিংহভাগই প্রচন্ড উদ্যম নিয়ে স্টার্টআপ শুরু করেন। তারপর কিছুদিনের মধ্যেই বেলুনের সূক্ষ্ম গোপন ছিদ্র দিয়ে সব প্রেরণা উড়ে গিয়ে চুপসে যান। সমস্ত পুঁজি খুইয়ে প্রচন্ড হতাশা নিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসেন। অধিকাংশ তরুণ উদ্যোক্তার প্রথম স্টার্টআপের দশা এমনই হয়। সময়ের সাথে নিজেকে তৈরী করুন আত্মবিশ্বাসী, ধৈর্য্যশীল, উদ্যোমী, আর পরিশ্রমী হিসেবে। চলুন তবে জেনে নেওয়া যাক সফল স্টার্টআপ গড়ার ২০ টি কার্যকরী টিপস।

১. আপনার স্টার্টআপ কি ধরণের? স্টার্টআপ সম্পর্কে আপনার কি কোন ধারণা আছে এবং কয়টি স্টার্টআপ আপনি চিনেন?

২. নেটওয়ার্ক তৈরি করুন আপনার কাজের সম্পর্কিত মানুষের। আপনার স্টার্টআপ ঘরনার কমিউনিটিতে যান। স্টার্টআপ কেন্দ্রিক সেমিনার, ওয়ার্কশপ এবং ইভেন্টে অংশগ্রহণ করুন।

স্টার্টআপ ব্যর্থ হওয়ার ২১ টি কারণ


স্টার্টআপ সারা বিশ্বে গত কয়েক বছর ধরে আলোচিত শব্দ নতুন ব্যবসা ও উদ্যোগে। কিন্তু স্টার্টআপ এর সফলতার পাশাপাশিও রয়েছে ব্যর্থতা । আর ব্যর্থতা মানে বুঝেন ? আপনার স্বপ্নের একটি মৃত্যু । যে স্বপ্নটি আপনি অনেকদিন ধরে নিজের মাঝে বেড়ে তুলেছেন কিন্তু তার সঠিক বাস্তবায়ন আপনি করতে পারেননি । কেন এমন হলো ?


২০০৮ সালের সফল স্টার্টআপ ‘Airbnb’ এখনো আলোচনার তুঙ্গে । অথচ এর প্রতিষ্ঠারা যখন খুব ব্যর্থ ব্যক্তিজীবনে ঠিক তখনই তাদের এই সফল স্টার্টআপ এর গল্প শুরু হয়। ২০০৭ সালের কথা, যখন এর সহ প্রতিষ্ঠাতা Brian Chesky এবং Joe Gebbia নিউইয়র্ক থেকে সানফ্রানসিসকো’তে আসেন । খুব হতাশ তারা তখন , তাদের জব নেই এবং তাদের কিছু আয়-রোজগার দরকার নতুন জায়গায় ভালোভাবে থাকার জন্যে। সেই সময়ে শহরের সকল হোটেলগুলো একটা কনফারেন্স এর জন্যে সব বুকিং এবং তাদের জীবনে নতুন স্টার্টআপ এর সুযোগ সেভাবেই আসলো । কিছু Air Bed তারা কিনলো এবং সকালের নাস্তার সুযোগ-সুবিধা দিয়ে তারা শুরু করলো তাদের নতুন উদ্যোগ ‘Airbnb’ । প্রতি রাতে ৮০ ডলারের বিনিময়ে অতিথিদের থাকার সুযোগ করে দিয়ে শুরু তাদের এই আলোচিত স্টার্টআপ।

আমরা অনেকে বলি সময়টা ভালো যায়নি তাই কোম্পানি ঠিক মত ব্যবসা করতে পারেনি । বিষয়টা হয়ত তাই ! কিন্তু অন্যরকম আরেকটি বিশ্লেষণও আছে এর পাশাপাশি । সেটা কি ? সেই অন্যরকম বিশ্লেষণে অনেকগুলো অংশ চলে আসে আলোচনা করতে গেলে ।

একটা স্টার্টআপে শুরুতে আসলে কত সময় প্রয়োজন সেটা বুঝা মুশকিল । কখন আসলে শুরু করবেন এবং কখন করবেননা সেটাও আপনার ওপর নির্ভর করছে।

গত কয়েক বছরে দেশ – বিদেশের ২১ টি ব্যর্থ স্টার্টআপ এর বিষয়ে জানতে গিয়ে যে বিষয়গুলো বারবার মনে এসেছে তা হচ্ছে , কেনো একসময়ের সফল ‘স্টার্টআপ’ ইয়াহু বিশ্বের প্রভাবশালী তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান হয়েও একসময় ব্যর্থ হয়ে পরে । কি ছিল কারণ ? যেখানে সার্চ ইঞ্জিন ‘গুগল’ পারলো তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ‘ইয়াহু’ শুধুই এখন অতীত । সময়োচিত সিদ্ধান্ত নিতে পারেনি একসময়ের জায়ান্ট ‘ইয়াহু’ । তাই সবার শীর্ষে থেকেও আজ ব্যর্থ প্রতিষ্ঠানের কাতারে এসেছে । তাই সফল স্টার্টআপ হলেই কোন প্রতিষ্ঠানের চিন্তা কমে যাবে এবং সময়োচিত সিদ্ধান্ত নিবেন না তাহলেই খুব বেশি ভুল করবেন।

‘গুগল’ কেনো এখন সফল ? গুগল এর বেশকিছু সফল সেবা এখন অনেক আলোচিত । আপনি কি ভাবতে পারবেন ‘গুগল’ এর সেই সেবাগুলো ছাড়া আপনার জীবনের একদিন ? জিমেইল,এডসেন্স,এডওয়ার্ড,গুগল ড্রাইভ এর কথা না বললেই হয়না । আর ‘গুগল’ এর সার্চ ইঞ্জিন , সেটাতো এক বিস্ময় সার্ভিস গুগলের । আরও আছে ইউটিউব ভিডিও শেয়ারিং এর সাইট। গুগলের এত এত সফল কার্যক্রম কিন্তু ‘গুগল প্লাস’ কিন্তু সফল হয়নি এখনো। এর কারণটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম । কেনো এটা এত আলোচিত হয়েও গুগলের অন্য সার্ভিসগুলোর মতন হয়ে উঠতে পারেনি।

কেনো অনেক স্টার্টআপ ব্যর্থ হয় ?

স্টার্টআপ ব্যর্থ হওয়ার ২১ টি কারণ

১। ব্যবসা আপনি আসলে কাদের জন্যে করবেন ? সেবাটি কাদের জন্যে তা কি ভালোভাবে বের করতে পেরেছেন ? আপনার ক্রেতা বা সেবা গ্রহণকারী আসলে কারা হবে ? এই বিষয়গুলোতে সঠিক ধারণা না থাকা।

২। বাজারে এই ব্যবসা করলে খুব ভালো হবে ভাবছেন ? আপনার বন্ধু আপনাকে এই প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে । আপনার আরেক আত্বীয় আপনাকে কম দামে আরেকটি প্রোডাক্ট দিবে । তাহলে অন্য প্রতিযোগীদের থেকেও আপনি কম দামে প্রোডাক্ট আপনার কাস্টমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং অনেক লাভ করতে পারবেন। যদি আপনার মাঝে এই চিন্তাগুলো থাকে । তাহলে থামেন ! পৃথিবীর ব্যর্থ স্টার্টআপগুলোর অন্যতম কারণ এগুলোই । আপনি মানতে চান আর না চান । অল্পকিছু সফলতার গল্প দিয়ে বাস্তবতা মেনে নেয়া ঠিক না ।

Thursday, June 13, 2019

স্টার্টআপগুলোতে ক্যাপিটাল যোগান: অন্ট্রপ্রণারদের জন্য ভাল সংবাদ।



বাংলাদেশের বাজেটের ইতিহাসে এই প্রথমবারের মত শুধুমাত্র স্টার্টআপগুলোতে ক্যাপিটাল যোগান দেবার জন্য জন্য ২০১৯-২০২০ সালের বাজেটে ১০০ কোটি টাকার মত ফান্ড রাখা হয়েছে।
অন্ট্রপ্রণারদের জন্য ভাল সংবাদ।

Monday, June 10, 2019

ডিজিটাল উদ্যোক্তা হওয়ার জন্য সহায়ক কিছু ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট এড্রেস


Youtube:
১) Digital Uddokta - উদ্যোক্তা,     ২) Uddokta/ উদ্যোক্তা
৩) কৃষি উদ্যোক্তা,                        ৪) Grameen Telecom Trust
৫) Any bd ,                                  ৬)  Uddokta Channel i
৭)  Krishi Tv,                              ৮) Shykh Seraj


Website: 
১) https://uddoktabarta.com,              ২) http://uddoktaporibar.com
৩) http://digitaluddokta.com,               ৪) http://euddokta.com
৫) http://dcms.e-service.gov.bd,       ৬) https://it-uddokta.com.bd,
৭) http://bduddokta.net                      ৮) http://eksheba.gov.bd
৯)  http://realuddokta.com/home/      ১০)  https://uddokta.xyz/
১১) www.storrea.com   ১২) www.uddoktarkhoje.com


Facebook:

১) উদ্যোক্তা,       ২) চলুন ব্যবসা করি উদ্যোক্তা সংগঠন
৩) উদ্যোক্তা হও - Be Entrepreneur    ৪) উদ্যোক্তা ব্যবসা বাজার
৫)  Youth Career Institute    ৬) ADN Digital ৭) Center of Digital Marketing - CDM ৭) Storrea  ৮) Center of Digital Marketing -CDM

ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ নেয়ার জন্য নিম্নোক্ত প্রতিষ্ঠানেঅেথবা ব্যক্তির সাথে যোগাযোগ করুন:
১) http://training.geekysocial.com

GEEKY Social is a social and digital media marketing agency in Bangladesh, specializes in providing maximum benefits to its clientele from social media investment through unique and engaging contents. We are helping brands to connect with consumers using social media marketing tools.

House # 62 (4th floor), Road # 3, Block-B, Niketon, Gulshan - 1, Dhaka - 121201708-871793 contact@geekysocial.com

২)
http://bitm.org.bd/

ADDRESS: 

For Dhaka Division:
BASIS Institute of Technology & Management (BITM)
BDBL Bhaban (3rd Floor - East), 12 Kawran Bazar, Dhaka -1215.
Contact Number: +8809612342486 Ext: 209-211 (from 9:30am – 5:00 pm)
Email address: info@bitm.org.bdFor 

Chittagong Division:
BASIS Institute of Technology & Management (BITM)
R.I Tower (4th Floor), 23/A M M Ali Road, Golpahar Circle (Beside Evergreen Health Center), Mehedibag, Chittagong.
Contact Number: +8809612342486 Ext: 220 (from 9:30am – 5:00 pm)
Email address: info@bitm.org.bd

CONTACT
BITM, Cell: +8809612342486, Email: info@bitm.org.bd

৩) https://mycpatraining.com
Monowar shipon: 
Contact: 01764608434

৪) Lazuk.Net
Address: House-14 Road-12 Shekhertek Mohammadpur, Dhaka 1207, Phone: 01711-946847

Wednesday, June 5, 2019

মাত্র ১৬ টাকা থেকে যেভাবে আজকের আকিজ গ্রুপ

শেখ আকিজ উদ্দীন ও তার ফ্যাক্টরি

খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ১৯২৯ সালে জন্ম নেন শেখ আকিজ উদ্দীন। শৈশব কেটেছে কঠিন দারিদ্র্যের মধ্যে। মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে ১৩ বছর বয়সে গলায় ঝুড়ি ঝুলিয়ে কমলালেবুর ফেরিওয়ালা হিসেবে ব্যবসা শুরু।
এরপর ১৯৫২ সালে বিড়ির ব্যবসার মধ্য দিয়ে ব্যবসার গতি-প্রকৃতি একেবারে জাদুর মতো বদলে যেতে থাকে।

পরবর্তী সময়ে যে ব্যবসায় হাত দিয়েছেন, সেখানেই সাফল্য পেয়েছেন তিনি। একে একে তিনি দেশের উল্লেখযোগ্য ২৩টি শিল্প-কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসার জাদুকরে পরিণত হন। এতক্ষণ বলছিলাম আকিজ গ্রুপ ও আদ্-দ্বীনের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দীন জীবনের গল্প।

স্বপ্ন দেখতেন দারিদ্র্যকে জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন। কিন্তু জীবনসংগ্রামের শুরুতে পদে পদে বাধার মুখে পড়েন। সেই বাধা পেরোতে শেখ আকিজ উদ্দীনের সম্বল ছিল সাহস, সততা আর কঠোর পরিশ্রম। এই তিনটি জিনিসকে পুঁজি করেই শুরু হয় উদ্যোক্তা আকিজ উদ্দীনের উত্থান পর্ব। তিনি দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লাখো মানুষের নিয়োগকর্তা হিসেবে ইতিহাসে নাম লেখান। কিভাবে শুরু হলো তার উত্থান।

ব্যবসা শুরুর পদে পদে বাধা :

আকিজ উদ্দীনের বাবা শেখ মফিজ উদ্দিন ছিলেন ক্ষুদ্র ব্যবসয়ী। তিনি খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ফল ও ফসলের মৌসুমি ব্যবসা করতেন। আর্থিক অসচ্ছলতার কারণে মা-বাবার একমাত্র সন্তান হয়েও আকিজ লেখাপড়া করার সুযোগ পাননি। তিনি খুব কাছ থেকে দারিদ্র্য দেখেছেন। আর গভীরভাবে বাবার ব্যবসা পর্যবেক্ষণ করেছেন। স্বপ্ন দেখেছেন।

কিন্তু স্বপ্নের কোনো কিনারা করতে না পেরে ১৯৪২ সালে মাত্র ১৬ টাকা হাতে নিয়ে জীবিকার সন্ধানে কিশোর শেখ আকিজ উদ্দিন খুলনার মধ্যডাঙ্গা গ্রাম থেকে বের হন। ট্রেনে চেপে তিনি কলকাতায় যান। কলকাতার শিয়ালদহ রেলস্টেশনের প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন। ওখানেই পাইকারি বাজার থেকে কমলালেবু কিনে ফেরি করে বিক্রি করেছেন। কিছু দিন কমলালেবুর ব্যবসা করার পর তিনি একটি ভ্রাম্যমাণ দোকান দেন।

কিন্তু একদিন পুলিশ অবৈধভাবে দোকান দেওয়ার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। কয়েক দিন জেল খেটে মুক্ত হয়ে আকিজ উদ্দিন উদ্ভ্রান্তের মতো কলকাতা শহর ঘুরেছেন। কলকাতায় তার সঙ্গে পাকিস্তানের পেশোয়ারের এক ফল ব্যবসায়ীর পরিচয় হয়। আকিজ ওই ব্যবসায়ীর সঙ্গে পেশোয়ারে গিয়ে ফলের ব্যবসা শুরু করেন। দুই বছর ব্যবসা করে তার পুঁজি দাঁড়ায় ১০ হাজার টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিজ বাড়ি ফিরে আসেন।

উত্থানের গল্প: